
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৭০তম জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছার বন্যা। এসবের মধ্যেই রবিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক্স হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অন্যতম লড়াকু বিরোধী নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "তাঁর জন্মদিনে, আমি আমার শুভেচ্ছা বার্তা জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে। প্রার্থনা করি তাঁর দীর্ঘ এবং সুস্বাস্থ্য জীবনের।"
On her birthday, I convey my greetings to West Bengal CM Mamata Didi. Praying for her long and healthy life. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) January 5, 2025
রাজনৈতিক আকছাআকছি দূরে সরিয়ে গত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসছেন। এবারও তার অন্যথা হল না।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও জন্মদিনে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, "তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মমতা দিদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন কামনা করছি।"
সরকারী নথি অনুসারে, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির জন্ম ১৯৫৫ সালের ৫ জানুয়ারি। তবে একাধিকবার তিনি দাবি করেছেন যে, এ দিন তাঁর জন্ম হয়নি।
১৯৯৫ সালে মমতা ব্যানার্জি নিজের স্মৃতিকথা 'একান্তে'-তে তাঁর জন্মের কথা লিখেছেন। যেখানে উল্লেখ রয়েছে, দুর্গা পূজার সময় তিনি জন্মেছিলেন। সাধারণত সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে।
সব প্রতিকূলতাকে জয় করে রাজনীতির ময়দানে 'রাফ অ্যান্ড টাফ' নেত্রী মমতা ব্যানার্জি। শুরু থেকেই লড়াকু তিনি। বামফ্রন্ট সরকারের আমলে বিরোধী নেত্রী হিসাবে তাঁর ও তৃণমূলের লড়াই ইতিহাস হয়ে থেকে গিয়েছে। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে বাংলার শাসন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মমতা। তিনিই পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এরপর ২০১৬ ও ২১ সালের বিধানসভা ভোটেও তৃণমূলের নজরকাড়া জয় এসেছে।
যোগমায়া দেবী কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতিতে হাড়েখড়ি মমতা ব্যানার্জির। এরপর জাতীয় কংগ্রেসে যোগদান করেন তিনি। ১৯৮৪ সালে যাদবপুর কেন্দ্র থেকে পরাজিত করেন সিপিআইএম প্রার্থী সোমনাথ চ্যাটার্জিকে। যার দরুন সকলের চোখে পড়েন মমতা। রাজীব গান্ধী মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে ১৯৯৮ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেস। দীর্ঘ লড়াই। এরপর মমতার নেতৃত্বেই তৃণমূলের রাজ্যে ক্ষমতা দখল, বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিক।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও